কুলাউড়ায় বাল্যবিয়ের অপরাধে ছেলের বাবা কারাগারে
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এর নেতৃত্বে ভাটেরা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে দেয়ার অপরাধে ছেলের বাবা বাবুল মিয়াকে ১মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে।
২ অক্টোবর রোববার জানা যায়, ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ নিবাসী বাবুল মিয়া তার অপ্রাপ্ত বয়স্ক ছেলে আব্দুল করিম (১৮) এর সাথে ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল নিবাসী মৃত আব্দুল হকের অপ্রাপ্ত বয়স্কা মেয়ে সারমিন আক্তার (১৫) এর সাথে ২৪ সেপ্টেম্বর কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ কাজ সম্পন্ন করেন। গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের খবর পেয়ে রোববার ইউএনও তাহসিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ছেলের বাবাকে আটক করেন ও বাল্য বিবাহ নিরোধ আইনে ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করে তাকে কারাগারে প্রেরন করা হয়। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েকে একে অপরের সাথে মেলামেশা না করার শর্তে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, সহকারী জাহাঙ্গীর হোসেন, পেশকার আজাদুল করিম চৌধুরী, ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, এসআই হারুন আল রশীদসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়।
মন্তব্য করুন