কুলাউড়ায় বাল্য বিবাহ পন্ড-বাবার কারাদন্ড
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামে অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়ার অপরাধে মেয়ের বাবা মুনিম মিয়া (৪৫)-কে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বিয়ে করতে আসা যুবক পৃথিমপাশা সম্মান গ্রামের মৃত নজির আলীর ছেলে জালাল মিয়া (২৯) নগদ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যানা গেছে, উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামে ১৭ বছর ৭ মাস বয়সের স্কুল ছাত্রীকে ৮ আগস্ট সোমবার বিবাহের প্রস্তুতি নেন মুমিন মিয়া। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুমিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মুমিন মিয়া পালিয়ে যায়।
পরদিন মঙ্গলবার স্থানীয় গ্রাম পুলিশ মুমিন মিয়াকে আটক করে উপজেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসে। দুুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে মুমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এসময় বিয়ে করতে আসা বরকে ১ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, সহকারী জাহাঙ্গীর হোসেন, পেশকার আজাদুল করিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খান, এসআই শামছুর রহমান, কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়।
মন্তব্য করুন