কুলাউড়ায় বিষ মেশানো ভাত খেয়ে একই পরিবারের মা-সহ ৪ শিশু অসুস্থ

August 5, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা শহরের উছলাপাড়া এলাকার মালিক ভবনে ১ আগষ্ট সোমবার রাতের বিষ মেশানো ভাত খেয়ে খেয়ে মাসহ ৪ শিশু অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদেরকে রাতেই উপজেলা হাসপাতালে ভর্ত্তি করা হয়। ভবনের মালিক মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির মাষ্টার জানান ৪তলা ভবনের নীচতলায় তিনিসহ তার অপর ৩ প্রবাসী ভাইদের পরিবার-পরিজন নিয়ে তিনি বসবাস করেন। সোমবার রাতের খাবার খেয়ে তার ৩ প্রবাসী ভাইদের মধ্যে এক ভাইয়ের স্ত্রী সাজেদা (৩০) সহ ৩ প্রবাসীর শিশু কন্যা হৃদি (সাড়ে ৩ বৎসর), তাহা (৩) তুষা (৪) ও পুত্র তৌসিফ (৭) অসুস্থ হয়ে পড়ে।

Kulauraa-(1) পরে রান্নাঘরে গিয়ে দেখা যায় গ্যাসের চুলার পাশে রান্না করা ভাতের পাতিলে কে বা কারা সাদা রংয়ের বিষাক্ত পাউডার ঢেলে দেয়ায় ঐ পাতিলের খাবার খেয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পরে রাতেই তাদেরকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মইন উদ্দিন আলমগীর জানান অসুস্থদের চিকিৎসা করে ২ আগষ্ট মঙ্গলবার ছেড়ে দেয়া হয়েছে। খবর পেয়ে এসআই নুর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে উছলাপাড়া এলাকা থেকে আটক করে মঙ্গলবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঠিক কোন কারন উদঘাটন করা যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com