কুলাউড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
কুলাউড়া অফিস॥ ২০১৬ সালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার তালিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। যাদের জন্ম ১ জানুয়ারী ১৯৯৯ বা তার পূর্বে তারা ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে এপর্যায়ে বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা হবে না। তাই আগ্রহীদের উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। সঙ্গে জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজ আনতে হবে।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে নতুন নিবন্ধন কার্যক্রম চলছে। এছাড়াও হালনাগাদে ভোটার এলাকা স্থানান্তর, মৃত ভোটারদের নাম কর্তন, তথ্যাদি বিভিআরএস সফটওয়ারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড কার্যত্রম করা হচ্ছে। ১৮ থেকে ২৪ ডিসেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কতৃক খসরা ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মুদ্রনের জন্য সরবরাহ করা হবে। খসড়া ভোটার তালিকা আগামী ২ জানুয়ারী প্রকাশ করা হবে। তিনি আরও প্রবাসীরা এ কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন।
মন্তব্য করুন