(ভিডিওসহ) কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ৫ জন নিহত ও ২শতাধিক যাত্রি আহত : ৬টি বগি লাইনচ্যুত

June 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বড়মচাল ষ্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ৫ জন নিহত ও ২শতাধিক যাত্রি আহত হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। দূর্ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়। আহতদের উদ্ধার করে কুলাউড়া, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ ও সিলেটের সরকারী ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ ও এলাকাসী সূত্রে জানা গেছে সিলেট থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা আন্ত: নগর উপবন এক্সপ্রেস ট্রেন রোববার রাত পৌনে ১২টার দিকে বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে ইসলামাবাদ এলাকায় পৌছলে পেছন দিকের বগিতে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যে সামনে বড়ছড়া ব্রীজ ভেঙ্গে নীচে ১টি বগি পড়ে যায়। আরো ৩টি বগি ব্রীজের পাশে উল্টে দূমরেমুচড়ে পড়ে। অন্য আরো দুটি বগি লাইন চ্যুত হয়।
ঘটনার পরপর এলাকাবাসী, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌছে যাত্রীদের উদ্ধার কাজ চালায়।
জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় বিভিন্ন সরকারী ও বেসরকারি হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ ভেঙ্গে গেলে ঢাকা-সিলেট সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনে যাত্রী সংখ্যা ছিল দ্বিগুন। কুলাউড়া রেলওয়ে স্টেশনের লোকাল ইনচার্জ দুলাল চন্দ্র দাস বলেন, ট্রেনে মোট ১৭ বগির মধ্যে ৬টি বগি লাইনচ্যুত হয়।
https://youtu.be/OJaD0l6Gn88

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “ (ভিডিওসহ) কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ৫ জন নিহত ও ২শতাধিক যাত্রি আহত : ৬টি বগি লাইনচ্যুত”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com