কুলাউড়ায় মহতোছিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ মহতোছিন উচ্চ বিদ্যালয়ে ১৬ জানুয়ারী সোমবার দুপুর সাড়ে ১২টায় সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণ শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত আসন্ন এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ইকবাল আহমদ শামীম, ম্যানেজিং কমিটির সদস্য ইব্রাহীম লিলেছ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, কুলাউড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর লোকমান আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রাসেল আহমদ প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর প্রাক্কালে প্রধান অতিথিকে লন্ডন ও ইউরোপ সফর শেষে বিদ্যালয়ে প্রথম আগমন উপলক্ষে শিক্ষক/শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
মন্তব্য করুন