কুলাউড়ায় মাস ব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরনী

September 29, 2016,

কুলাউড়া অফিস॥ মৌলভীবাজার জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং পল্লী উন্নয়ন ফাউন্ডেশন ও ফাতেমা ইব্রাহিম মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায়
২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে মাস ব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষনার্থীদের মধ্যে সমাপনী ও সনদপত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। কুলাউড়ার বরমচাল সিংগুর এলাকায় ফাতেমা ইব্রাহিম মেমোরিয়াল ফাউন্ডেশন কার্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিবের সভাপতিত্বে ও প্রশিক্ষনার্থী সুজেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমির আজম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ আব্দুর রাকিব, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, হযরত শাহ কালা (রঃ) সমাজ কল্যান পরিষদের সভাপতি মোঃ আজমল আলী শাহ সেন্টু, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা জমসেদ আলী শাহ, সমাজসেবক মোশারফ আলী শাহ আলমগীর, সমাজসেবক নুরুল মুনতাকিম চৌধুরী মাহবুব, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ নুরুল ইসলাম রমজান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন ।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার প্রায় ৫০ জন বেকার যুবক-যুবতী, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীর লোকজন মৌলভীবাজার জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আর্তকর্মসংস্থানে মাস ব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষন নিয়ে সনদপত্র গ্রহন করে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com