কুলাউড়ায় মুক্তিযোদ্ধা সীতেশ দেবের মৃত্যু-রাষ্ট্রীয় মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া পৌরসভার মাগুরার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সীতেশ দেবের সোমবার সন্ধ্যা ৬ টায় মৃত্যু বরণ করেছেন।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টায় বড়লেখা উপজেলার সমনবাগ চা বাগান শ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মৃত্যুকালে মুক্তিযোদ্ধা সীতেশ দেবের বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, একপুত্র ও ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা সীতেশ দেবের মৃত্যুর পর তার মাগুরার বাসায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানান কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব ও কুলাউড়া থানার এস আই আবুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সুশীল চন্দ্র দে, ডেপুটি মুক্তিযোদ্ধা কামান্ডার আতাউর রহমান আতা, পৌর কামান্ডার বিভাষ চন্দ্র দেব, জয়চন্ডী ইউনিয়ন কামান্ডার ফাতির আলী, কাদিপুর ইউনিয়ন কামান্ডার আব্দুর রাজ্জাক, মনীন্দ্র মীরবহর, কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গৌরা দে, অমুল্য দেব প্রমুখ।
শোক প্রকাশ ঃ মুক্তিযোদ্ধা সীতেশ দেবের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, জুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক জাফর আহমদ গিলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশের কুলাউড়া ব্যুরো প্রধান এইচ ডি রুবেল, ঢাকানিউজ২৪এর জেলা প্রতিনিধি এম. শাহবান রশীদ চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন