কুলাউড়ায় মৎস্যজীবিদের মধ্যে হাডুডু প্রতিযোগিতা
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয় ও নোয়াগাঁও ভিসিজি এর আয়োজনে ও ক্রেল প্রকল্পের সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদযাপনের ৬ষ্ঠ দিবসে ২৪ জুলাই রোববার বিকেলে ভাটেরা ইউনিয়নে মৎস্যজীবিদের মধ্যে এক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিংহনাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন নোয়াগাও ভিসিজি ও রানার্স জগৎপুর ভিসিজি দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। মৎস্যজীবি, মৎস্য চাষি, জেলে, মৎস্য ব্যবসায়ী, মৎস্য উদ্যোক্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে অনুষ্টিত প্রতিযোগিতার পূর্বে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য আইন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (নি.বে.) সুলতান মাহমুদ,ক্রেল সাইড অফিসার তৌহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া প্রমুখ।
মন্তব্য করুন