কুলাউড়ায় রাইজিং ষ্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া ফাল্গুনী ডিলাক্স রেষ্টুরেন্টে ট্রাক্টর চেয়ারম্যান এএফএম ফৌজি চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাবের আজীবন সদস্য তোফায়েল আহমদ ডালিমের সঞ্চালনে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। ২০০৬ সালে গঠিত রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাস্ট ধারা বাহিক ভাবে এ বৃত্তিপ্রদান করে আসছে। রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেন ট্রাষ্টের এর বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া ব্যবসায়ী কল্যৗাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, রাইজিং স্টার কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সচিব জুড়ী টি এন খানম একাডেমীর উপাদ্যক্ষ ফরহাদ আহমদ ঢাকাস্থ কুলাউড়া সমিতির সেক্রেটারী এন্ড জসীম উদ্দিন, ঢাকাস্থ সিলেট বিভাগীয় চাকুরীজীবি সমিতির সেক্রেটারী কুতুব উদ্দীন সোহেল, সংভর্ধিত অতিথি রাইজিং স্টার আব্দুল হান্নান ইডুকেশন ট্রাস্টের পৃষ্ঠপোষক তুতিউর রহমান, কাতার প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা এপেক্সিয়ান ছালেহ আহমদ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সভাপতি এপেক্সিয়ান ডাঃ হেমন্ত চন্দ্র পাল, রাইজিং স্টার ক্লাবের আজীবন সদস্য আব্দুল বাছিত সোহেল, জাকারিয়া আলশ মিন্টু, যুবলীগ কুলাউড়া উপজেলা শাখার সিঃ সহ সভঅপতি খায়রুল আলম কয়ছর জিয়ন কাঠি সাহিত্য সংসদের সাধঅরণ সম্পাদক সহিদুল ইসলাম তনয়, রাইজিং স্টার ক্লাবের আজীবন সদস্যৗ এ মইনুল ইসলাম মছলু, কুলাউড়া রাইজিং স্টার ক্লাবের সভাপতি শরীফ আহমদ, সিনিয়র সহ সভাপতি আলমাছ পারভজ তালুকদার। সভায় অন্যান্য মধ্যে উপস্থি ছিলেন দক্ষিন লংলা রাইজিং স্টার ক্লাবের সভাপতি লোকমান আহমদ রিপন, রাইজিং স্টার ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক শফিউল আলম সৌরভ, রাইজিং স্টার আব্দুল হান্নান এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব রামীম চৌধূরী রাসেল, সাবেক সদস্য সচিব একে এম জাবের, সিনিয়র সদস্য শাহজাহান আলম সাজু, এনামুল হক, রাইজিং স্টার ক্লাব দক্ষিন লংলার সাবেক সিনিয়র সহ সভাপতি মইনুল ইলাম পংকি প্রমুখ। উল্লেখ্য সে এ বছর বিভিন্ন স্কুলের ৩০ জন ছাত্র ছাত্রীকে এ বৃত্তি প্রদান করা হয়।
মন্তব্য করুন