কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ ডিসেম্বর ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী এর সভাপতিত্বে ও প্রভাষক মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তথ্য কর্মকর্তা পেয়ারা আক্তার রুবি, ড. রজত কান্তি ভট্টাচার্য, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, শিশু শিক্ষার্থীদের মধ্যে আল মুমিন জাকির।
সভাশেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কবিতা, চিত্রাঙ্কন ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে ও বিভিন্ন ক্যাটাগরীতে ৪৮ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করে।
এছাড়া অনুষ্ঠানে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকারী মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আল মোমিন জাকির ও জেলা পর্যায়ে ২য় স্থান অধিকারী শাহিদা আক্তার আখি এবং ৩য় স্থান অধিকারী ইসরাত জাহান নৌরি ও অপু মিয়াকে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন