কুলাউড়ায় শাহাদত আলী’র স্মরণ সভা

November 30, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় ও শাহাদত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক শাহাদাত আলীর স্মরণসভা ও দোয়া মাহফিল বৃহষ্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছাদিকুর রহমান ও অসিত মল্লিক বিজয় এর যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মরহুমের রাজনৈতিক সহকর্মী প্রবীন বামনেতা কমরেড আব্দুল মালিক। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বিসিবি‘র পরিচালক (অর্থ) শফিউল আলম চৌধূরী নাদেল, রাউৎগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগপ্ত, লংলা আধূনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) আতাউর রহমান, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা মশাহিদ আলী, সাবেক পৌর কমিশনার মতিউর রহমান, লংলা আধুনিক ডিগ্রী কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, রাউৎগাও ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনু মিয়া ও সাবেক ইউপি সদস্য চিনু মিয়া। বক্তারা বলেন, শাহাদাত আলী একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি মনে প্রানে বিশ^াস করতেন একটি জাতিকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা। এ লালিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য তিনি নিজ এলাকায় ২০০৪ সালে ব্যাক্তিগত উদ্যোগে এলাকার শিক্ষা বিস্তারের লক্ষে একটি উচ্চ বিদ্যালয় এবং ২০০৫ সালে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে গেছেন। তার মৃত্যু এলাকার উন্নয়নকে দারুনভাবে বাধাগ্রস্থ করবে। বক্তারা প্রতিবৎসর প্রতিষ্টাতার মৃত্যুদিনে স্মরণসভার আয়োজন করার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটিকে অনুরোধ জানান। স্মরণ সভায় মরহুম শাহাদাত আলীর সহধর্মিনী অষ্ট্রেলিয়া প্রবাসি রাবেয়া আলী স্বামীর স্মৃতি চারন করে বলেন, প্রবাসে অবস্থান কালে তিনি সবসময় বিদ্যালয়ের কথা চিন্তা করতেন, তিনি তার প্রাণের চেয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালবাসতেন। তিনি এলাকাবাসীকে বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর শাহাদাত আলী অষ্ট্রেলিয়ায় দুরারোগ্য ক্যান্সার রোগে ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com