কুলাউড়ায় শিক্ষার্থীদের মধ্যে এনএসএস’র মিড ডে মিল পরিবেশন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলাধীন রাউৎগাও ইউনিয়নের লিয়ন কালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম। এনজিও নিঃস্থ সহায়ক সংস্থা (এনএসএস) এর অর্থায়নে দু’বছর যাবৎ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত মিড ডে মিল (দুপুরের খাবার) কার্যক্রম ৩১ অক্টোবর সোমবার পরিদর্শন করে শিক্ষা কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন এনজিও সংস্থার কো-অর্ডিনেটার ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ, সহ-সভাপতি মোশরাকুল করিম চৌধুরী, মেম্বার আব্দুল আজিজ চৌধুরী রাহেল প্রমুখ। উল্লেখ্য এনজিও নিঃস্ব সহায়ক সংস্থা প্রতি সপ্তাহে ১দিন ১টি ডিমসহ শাক-সবজী দিয়ে তৈরী খিচুড়ী ও মাসের শেষ সপ্তাহে মোরগের মাংস দিয়ে খিচুড়ী তৈরী করে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল পরিবেশন করে সরকারের উক্ত কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে আসছে বলে এনএসএস সংস্থার নির্বাহী পরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার জামিল আহমদ চৌধুরী জানান।
মন্তব্য করুন