কুলাউড়ায় শিশু অপহরণ কারী লিটন জনতার হাতে আটক-অতঃপর
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার ব্রাহ্মনবাজারে শিশু অপহরণ করার সময় এক অপহরণ কারীকে হাতেনাতে ধরেছে স্থানীয় লোকজন। এসময় তাকে উত্তম-মধ্যম দিয়ে ইউনিয়ন পরিষদে প্রেরণ করেন তারা। কিন্তু বিচারকরা তাকে থানায় না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অপহৃত শিশুর মা বাবা সহ এলাকাবাসী।
জানা যায়, ব্রাহ্মনবাজার ইউনিয়নের পুর্ব গুঁড়াভুই গ্রামের মীর তাজ উদ্দিনের পুত্র লিটন মীর (৩৩) দীর্ঘ দিন থেকে সিলেটে নানান অপরাধমূলক কাজে জড়িত রয়েছে। সেখানে তার বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। সে ঈদের সময় বাড়িতে আসলে ১৫ জুলাই শুত্রুবার সন্ধ্যায় তার পাশের বাড়ির হারিছ মিয়ার স্কুল পড়ুয়া ছেলে সাব্বির মিয়া (১১) কে ফুসলিয়ে মোবাইল দেওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিক্সা গাড়িতে জোরপূর্বক তুলে ফেলে। এরপর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও সাব্বিরের আত্মীয় স্বজনরা বেরিয়ে এসে গাড়িটি অবরোধ করে ফেলেন পরে তারা লিটনকে বেশ উত্তম-মধ্যম দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। সবার দাবি ছিলো অপহরণকারী লিটনকে থানায় পুলিশের হাতে তুলে দেওয়া কিন্তু যারা বিষয়টি সমাধান করেন তারা তাকে থানায় না দিয়ে স্টাম্পে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এদিকে অপহরণকারী ছাড়া পাওয়ায় অপহৃত ছেলের পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
মন্তব্য করুন