কুলাউড়ায় শ্রেষ্ঠ এস এম সি’র সভাপতি সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ
বিশেষ প্রতিনিধি॥ প্রাথমিক শিক্ষা বিভাগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলার জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি সাংবাদি খালেদ পারভেজ বখশ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬, প্রাথমিক শিক্ষা বিভাগ, কুলাউড়া মৌলভীবাজারের বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম এবং বাছাই কমিটির সদস্যগন কর্তৃক ১০ আগস্ট বধুবার শিক্ষা অফিসের নোটিশ বোর্ডের মাধ্যমে কুলাউড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে ও স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) শ্রেষ্ট সভাপতি হিসেবে ২য় বারের মত নির্বাচিত করা হয়। ৮ আগষ্ট বিকেল ৩টার দিকে বাছাই কমিটির সদস্যেদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক বিভাগের বিভিন্ন ক্যাটাগরীতে অংশগ্রহন কারীদের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন পদে সিদ্ধান্ত গ্রহন করা হয়। বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২য় বারের মতো কুলাউড়া উপজেলায় শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন, জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি)’র সভাপতি খালেদ পারভেজ বখ্শ, শ্রেষ্ট প্রধান শিক্ষক ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইরফান আলী, শ্রেষ্ট শিক্ষিকা চুনঘর সরকারী প্রাঃ বিদ্যালয়ের সঞ্চিতা দেব ও শ্রেষ্ঠ বিদ্যালয় চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষানুরাগী সাংবাদিক খালেদ পারভেজ বখশ, সমাজসেবার পাশাপাশি তিনি মৌলভীবাজার অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি। এ ছাড়্ াজাতীয় দৈনিক আজকের পত্রিকা, আমাদের সময়, বাংলা অনলাইন কুলাউড়ার দর্পনের এডিটর, ঢাকা জালালাবাদ সমিতির সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, র”দ্রবীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের সদস্য, নিরাপদ স্বাস্থ্যরক্ষা আন্দোলন সংস্থার উপদেষ্টাসহ সরকারী বিভিন্ন উন্নয়ন মূলক কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। উল্লেখ্য, কুলাউড়া উপজেলার পৌরসভার জয়পাশা বখশ বাড়ী নিবাসী মরহুম খুরশীদ বখশ পোষ্টমাষ্টার ও মরহুম সৈয়দা ছমর”ন নেছার চতুর্থ পুত্র খালেদ পারভেজ বখশ।
মন্তব্য করুন