কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী গুরুতর আহত
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় সুন্দর আলী নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এঘটনায় সুন্দর আলী বাদী হয়ে পৌরশহরের সোনাপুর গ্রামের মৃত সুরুজ আলী ছেলে ইউনুস মিয়াকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার অপর আসামীরা হলেন একই গ্রামের সুরুজ আলীর পুত্র তাহির আলী ও কয়ছর মিয়া, তাহির আলীর পুত্র লোমান মিয়া, বকুল মিয়া, মিতুল ও শিমুল, ইউনুছ মিয়ার পুত্র সালাউদ্দিন এবং দুলু।থানায় লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌরশহরের উপজেলা রোডের দক্ষিণ পাশে বারী মিয়ার চাউলের দোকানে বসে গল্প-গুজব করছিলেন ব্যবসায়ী সুন্দর আলীসহ কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, আওয়ামী লীগ নেতা মনসুর চৌধুরী, টিটিডিসি এলাকার বারী মিয়া, সোনপুর গ্রামের হাজী কুটি মিয়াসহ আরও কয়েকজন। এসময় ইউনুস মিয়া আকস্মিক তার লোকজন নিয়ে ব্যবসায়ী সুন্দর আলীর উপর হামলা চালায়। এসময় তারা সুন্দর আলীকে পিঠিয়ে গুরুতর আহত করে এবং তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ২০হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন। খবর কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুন্দর আলীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কুলাউড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, এমপি মহোদয় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব বিষয়টি নিষ্পত্তি করার জন্য দায়িত্ব নিয়েছেন, আপোষে বিষয়টি নিষ্পত্তি না হলে মামলা রুজু করা হবে।
মন্তব্য করুন