কুলাউড়ায় সৈয়দ মাহমুদ উল্যাহ সাহেব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
কুলাউড়া অফিস॥ কুলাউড়া পৌর সদরের জয়পাশা গ্রামে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর বাস্তবায়নে এবং ফেরদৌসী-নারী ও শিশু কল্যান কর্মসূচীর প্রকল্পের আওতায় সৈয়দ মাহমুদ উল্যাহ সাহেব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র (মিনি হাসপাতালের) উদ্বোধন করা হয়েছে।
১০ ডিসেম্বর শনিবার দুপুরে কুলাউড়ার জয়পাশা গ্রামে বেসরকারীভাবে নবনির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রাঙ্গনে যুুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মরহুম সৈয়দ মাহমুদ উল্যার পুত্র সৈয়দ সাইফুল্যাহ জুনায়েদ এর সভাপতিত্বে ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর ডেপুটি ম্যানেজার ওয়েছ খান নূর সোহেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মরহুম সৈয়দ মাহমুদ উল্যাহ এর নাতী ভিয়েলা টেক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আহসান কবির খান।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর জেনারেল ম্যানেজার খোন্দকার জাকারিয়া আহমদ, প্রজেক্ট ম্যানেজার আব্দুল খালেক, সমাজসেবক সৈয়দ বাকী বিল্লাহ শিবলী, সফিউল আলম সফি, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, পৌর কাউন্সিলর হারুনুর রশীদ, রাসেল আহমদ চৌধূরী, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই, জহিরুল ইসলাম খাঁন খছরু প্রমুখ। অন্যান্যদের মধ্যে কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ আতাউর রহমান আতা, সমাজসেবক মহসিন আহমদ চৌধুরী, সৈয়দ রানা ডালিম বাবু, রেলওয়ে অবঃ টিটি অরুন কৃষ্ণ অধিকারী, সাংবাদিক আতিকুর রহমান আখই, সৈয়দ নাইম আহমদ, স্বাস্থ্য সহকারী শাকিলা আকতার উপস্থিত ছিলেন ।
উদ্বোধনীতে সৈয়দ মাহমুদ উল্যাহ সাহেব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনব্যাপী জয়পাশা গ্রামের ৬ ও ৭ ওয়ার্ডের অসহায় দরিদ্র প্রায় সাড়ে পাঁচশত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা শেষে ঔষধ দেয়া হয়েছ। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) উদ্দ্যোগে দুঃস্থ অসহায় এলাকার ৫শত নারী ও পুরুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন প্রধান অতিথি আহসান কবির খান।
উল্লেখ্য, সৈয়দ মাহমুদ উল্যাহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে সপ্তাহে ১ দিন অভিজ্ঞ ডাক্তার মোঃ ফরিদ ও ডাঃ জোহরা ফ্রি চিকিৎসায় রোগী দেখবেন ও ঔষধ বিতরন করবেন। পাশাপাশি প্রতিদিন স্বাস্থ্য সহকারী শাকিলা আক্তার প্রাথমিক চিকিৎসাসহ অসহায় মানুষদের মাঝে ঔষধ স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে দেয়া হবে।
মন্তব্য করুন