কুলাউড়ায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। দীর্ঘ দিন পর অনুষ্টিতব্য সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা আবু কাউছার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত। সম্মেলনে সাবেক ছাত্রনেতারা পদ প্রত্যাশী হওয়ায় কুলাউড়ার সর্বত্র এ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন এটা হবে কুলাউড়ায় স্বেচ্ছাসেবক লীগের স্মরণকালের আকর্ষনীয় সম্মেলন। এদিকে পদ প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে নেতা কর্মীদের পাশে টানতে ব্যস্ত সময় পার করেছেন। জোর লবিং চালিয়েছেন উপর মহলে। কুলাউড়া শহরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন শোভাপাচ্ছে। নেতা কর্মীর রং বেরঙের ছোট বড় ফেস্টুন, ব্য্নার, আগমনী গেইটে ভরপুর পৌর শহর। কে হবেন আগামীর কুলাউড়ার স্বেচ্ছাসেবক লীগের কান্ডারী তা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মীরা।
সভাপতি পদ প্রত্যাশীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাবেক ছাত্রনেতা আতাউর রহমান চৌধুরী ছোহেল, ফুজায়েল আহমদ, এনামুল হক মিফতা প্রমুখ ।
সাধারণ সম্পাদক প্রত্যাশীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হোসেন মনসুর আহমদ, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান মান্না, মোছাদ্দেক আহমদ নোমান, এহসান আহমদ টিপু, মোস্তাক আহমদ প্রমুখ।
সম্মেলনস্থল পরিদর্শন করতে ইতোমধ্যে কুলাউড়ায় অবস্থান করছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহমদ ও এডভোকেট কামাল আহমদ। শুক্রবার সন্ধ্যায় নিবিঢ় পর্যবেক্ষনের সময় নেতা কর্মীদের সাথেও কুশল বিনিময় করতে দেখা গেছে তাদের। সম্মেলন সুন্দর ও স্বার্থক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহমদ বলেন, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নয়, আনন্দ উৎসব বিরাজ করছে। সাজ সাজ রব চারিদিকে। আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষনা করবো।
মন্তব্য করুন