কুলাউড়ায় স্যানিটেশন, নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

October 7, 2016,

কুলাউড়া অফিস: সিলেটের ১টি ইউনিয়ন ও কুলাউড়ার উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ৫ টি ইউনিয়নে স্যানিটেশন, নিরাপদ পানি সরবরাহ ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা ৫ অক্টোবর বুধবার কুলাউড়া উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্টিত হয়। প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম এবং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম। প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন প্রজেক্টের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র প্রশিক্ষন অফিসার এম এম জুলফিকার রহমান ও প্রজেক্টের সোস্যাল ডেভলাপমেন্ট অফিসার মোঃ মোক্তাদির হারুন। প্রশিক্ষন কর্মশালায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন এবং মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন। প্রশিক্ষন কর্মশালায় প্রকল্পের আওতাধীন কুলাউড়া সদর, রাউৎগাও, ভুকশিমইল ও কাদিপুর ইউনিয়নের সচিববৃন্দ এবং দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সচিব, সিডিপি, নলকূপ মেকানিক ও এলএসই বৃন্দ সহ ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com