কুলাউড়ায় হাছনা মমতাজ স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

November 2, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে হাছনা-মমতাজ স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার হাছনা-মমতাজ প্রাথমিক বৃত্তি স্মৃতি পরিষদ আয়োজিত স্মৃতি বৃত্তি পরিষদের চেয়ারম্যান এএফএম ফৌজি চৌধুরী, সেক্রেটারি নাসির জামান খান জাকি এবং উপাধ্যক্ষ ফরহাদ আহমেদের পরিচালনায় কুলাউড়াস্থ লিটল স্টার একাডেমিতে প্রাথমিক (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও জনসচেতনতামূলক দুটি প্রচারপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ। পরীক্ষা শুরুর পূর্বে লিটল স্টার একাডেমির অধ্যক্ষের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এএফএম ফৌজি চৌধুরীর সভাপতিত্বে ও শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, মানবাধিকার কমিশনের সভাপতি এনামুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম, মাহতাব ছায়েরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবদুল মছব্বির শামীম, হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উপদেষ্টা সাদ লুৎফুর রাজ্জাক চৌধুরী, মিছবাহ উদ্দিন চৌধুরী, ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও সাধারণ সম্পাদক এএফএম মারুফ চৌধুরী, লিটল স্টার একাডেমির পরিচালক আবদুল হান্নান, এপেক্সিয়ান স্বপন কুমার দাশ। মতবিনিময় সভার পর লিটল স্টার একাডেমির অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের নিকট হাছনা-মমতাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সেক্রেটারি এএফএম মারুফ চৌধুরী জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে স্যানিটেশন সামগ্রী তুলে দেন।

kulaura-porikka-1 পরীক্ষার হল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আবদুল জলিল জামাল, নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির আহমদ চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম মছব্বির আলী, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মানবঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেক্সিয়ান তোফায়েল আহমেদ ডালিম, শহীদুল ইসলাম তনয়, ডা. হেমন্ত চন্দ্র পাল, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, এপেক্সিয়ান স্বপন কুমার দাশ, জুবায়ের আহমদ, সুহেল, জাহাঙ্গীর আলম, সোহেল আহমদ, আয়েশা আক্তার, কাজী কুহেলা বেগম, সিলেট জেলার এপেক্সিয়ান আবদুর রউফ পহেল,আহমেদ জাকারিয়া, মিসবাহ-উর-রহমান আলম, বাবর, সাংবাদিক নাজমুল বারী সোহেল, লিটল স্টার একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, আবুল কালাম, প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার সভাপতি আবদুস সামাদ আজাদ চঞ্চল, সহসভাপতি তকলিফুল ইসলাম, সহসভাপতি কাওসার সাব্বির, উপ-সাংগঠনিক মোঃ কামরুল ইসলাম, তাছনীমুল হাসান চৌধুরী, তাজওয়ারুল হাসান চৌধুরী প্রমুখ। পরীক্ষা কাজে লিটল স্টার একাডেমির ১৭ জন শিক্ষক-শিক্ষিকা কমর্রত ছিলেন। পরীক্ষায় সার্বিক দায়িত্বে ছিলেন হল সুপার ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক খালিক উদ্দিন।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ওই মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে। পরীক্ষায় ৩২টি প্রাথমিক স্কুলের তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। হাছনা মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সেক্রেটারী লিটল স্টার একাডেমীর পরিচালনা পর্ষদ ও শিক্ষক শিক্ষিকার কার্যক্রমের প্রশংসা করেন। পরীক্ষার পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল দেখে অভিভাবকমন্ডলীর সস্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com