কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের সভা ন্যায্য মজুরি, ঈদ বোনাস প্রদান ও শ্রম আইন বাস্তবায়নের দাবি

August 15, 2016,

কুলাউড়া অফিস॥ বাজারদরের সাথে সংগতিপূর্ণ মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান ও ৮ ঘন্টা কর্মদিবস, নিযোগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ১৪ আগষ্ট রোববার সন্ধ্যায় কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের  উদ্যোগে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া পাবলিক লাইব্রেরী  মিলনায়তনের হোটেল শ্রমিক ইউনিয়নের কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এবং হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা ও সাবেক জেলা সভাপতি আবুল কামাল। সভায় আরও বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সহ-সাধারণ সম্পাদক আশিক খান, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, কোষাধ্যক্ষ আবু খালেদ কালাম, শরীফ হোসেন, আল মামুন. শামীম আহমেদ প্রমূখ। সভায় আগামী ৬ সেপ্টেম্বর আসন্ন ঈদুল আজহায় সকল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান ঈদ উৎসব বোনাস প্রদানের দাবিতে মিছিল সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বাজারদরের সাথে সংগতিপূর্ণ নি¤œতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, আসন্ন ঈদুল আজহায় মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনিকে গ্রেফতার, শ্রমিকদের জন্য রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com