কুলাউড়ায় ১০ টাকা চালের ডিলারের কাছে চাঁদা দাবি করায় চাঁদাবাজ আটক

October 30, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে হত দরিদ্রের জন্য ১০ টাকা চাল প্রদানকারী ডিলারের কাছে চাঁদা দাবি করায় ২৫ অক্টোবর মঙ্গলবার হারুন শাহ (৩৮) নামক এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। তিনি ক্ষমতাসীন দলের স্বেচ্ছাসেবক লীগের নেতা। জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হত দরিদ্রের জন্য ১০ টাকা চাল প্রদানকারী ডিলার খয়রুল হোসেন খানের কাছে ১৯ অক্টোবর প্রকাশ্যে ১ লাখ টাকা চাঁদা দাবি করে স্বেচ্ছাসেবক লীগের কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য ও নছিরাবাদ গ্রামের ইনু শাহ’র পুত্র হারুন শাহ। সরকার দলের লোক হিসেবে হারুন শাহ চালের ডিলারশীপ আনতে না পেরে ক্ষুব্ধ হন। এতে তিনি ডিলার খয়রুল হোসেন খানের নিকট চাঁদা দাবি করেন। সোমবার এ ঘটনায় ডিলার খয়রুল হোসেন খাঁন কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে ২৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে এসআই জহিরুল ইসলাম তালুকদার চাঁদাবাজ হারুন শাহকে আটক করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হারুনের বিরুদ্ধেকুলাউড়া থানা ও ঢাকায় ইতিপূর্বে চাঁদাবাজি, মাদক ও ফৌজদারি একাধিক মামলা রয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত দরিদ্রের চালের ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবে না। আটক হারুন শাহকে মঙ্গলবারই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com