কুলাউড়ায় ২ লক্ষাধিক টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার

January 1, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বিয়ানীবাজারের আওতাধীন জুড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আজিজের নেতৃত্বে বিজিবি সদস্যরা ১ জানুয়ারি রোরবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে কৌওলা গাজী রাস্তার পাশে তল্লাশী চালিয়ে কুলাউড়া রিজার্ভ ফরেষ্ট হতে চোরাইকৃত ৪৫.২০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ ভর্তি পিকআপ ভ্যান আটক করেছে। যার সিজার মুল্য ৭,২৩,২০০/- (সাত লক্ষ তেইশ হাজার দুইশত) টাকা।
বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল নিয়ামুল কবির অবৈধ সেগুন কাঠ আটকের সত্যতা স্বীকার করে জানান আটক কাঠ ও পিকআপভ্যান গাজীপুর বনবিটে অফিসে জমা দেয়া হয়েছে। যার মামলা নম্বর ১০৯/কুলা-অব তাং ০১ জানুয়ারি ২০১৭।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com