কুলাউড়ায় ৩ দিন ব্যাপী অনুষ্টিতব্য উন্নয়ন মেলার প্রস্তুতি সভা
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় আগামী ২০১৭ সালের ৯, ১০ ও ১১ জানুয়ারী ৩দিন ব্যাপী অনুষ্ঠতব্য উন্নয়ন মেলার প্রস্তুতি সভা ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুুপুরে উপজেলা পরিষদ হলরুমে জিও এনজিওদের নিয়ে অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে মেলার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিণষদের ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, জাসদ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পদক গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্ত, ব্রাম্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার এমসিএইচপিও ডাঃ সুলতান আহমদ, কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম, মহিলা বিষয়ক কর্মকতা সেলিনা ইয়াছমিন, উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার, সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, উপজলা সহকারী শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, প্রাইম ব্যাংকের অফিসার লোবাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিব, এনজিও সংস্থা ওর্য়াফ এর নির্বাহী পরিচালক আব্দুল মালিক, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, কুলাউড়া পল্লি উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভিন, একটি বাড়ী একটি খামার এর সমন্বয়কারী হিরন আহমদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল মাওয়া বেলী, গ্রাম মডেল সরকালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছনা বেগম, ব্যবসায়ী আব্দুল জলিল প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ৯, ১০, ও ১১ জানুয়ারী ৩দিন ব্যাপী উনয়ন মেলা কুলাউড়া ডাক বাংলাস্থ স্বাধীনতা সৌধের মাঠে অনুষ্ঠিত হবে। এতে সরকারের বিগত ও বর্তমান সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন ও সরকারের সাফল্য নিয়ে মাল্টিমিডিয়ায় ডিসপ্লে প্রর্দশন করা হবে। উক্ত মেলায় সরকারের ১৭টি ডিপার্টমেন্ট, এনজিও, মুক্তিযোদ্ধা, ব্যাংকসহ প্রায় ৫০টিস্টল এবং সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন