কুলাউড়ায় ৩ সপ্তাহ থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
কুলাউড়া অফিস॥ কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের এক মাদ্রাসা ছাত্র ৩ সপ্তাহ থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ইমন আহমদ (১১) স্থানীয় তেলিবিল ইয়াহিয়া উলুম মাদ্রাসার ৩ বছর থেকে আবাসিক হলে থাকতো। সর্বশেষ সে ওই মাদ্রাসার হিফজ শাখার ছাত্র ছিলো। এদিকে দীর্ঘদিন থেকে নিখোঁজ ইমনের সম্ভাব্য স্থানে সন্ধান না পাওয়ায় স্বজনরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। ইমনের পিতা আকরাম আলী এব্যাপারে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৫৯৯, ১৩.১২.’১৬) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর মাদ্রাসার শিক্ষক রুমান উদ্দিন ইমনের বাড়ীতে ফোন করে জানান, ফজরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। পরে স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার সন্ধান পান নি। কোন উপায়ান্তর না পেয়ে ১৪ দিন পরে এব্যাপারে থানায় লিখিত ডায়েরী করা হয়। এদিকে ১৮ ডিসেম্বর রোববার সকালেও ইমনের পিতা সাংবাদিকদের জানান, এখনও ইমনকে খোঁজে পাওয়া যায়নি। তিন ভাইয়ের মধ্যে সে ২য়। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৩ ফুট ১০ ইঞ্চি। সে দেখতে লম্বা আকৃতির। হারিয়ে যাওয়ার পরনে পায়জামা-পাঞ্জাবি ছিলো। সে হবিগঞ্জ এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭৬৮-৭২০২২০ নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মন্তব্য করুন