কুলাউড়ায় ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

December 3, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য বিভাগ ১০ ডিসেম্বর ১৩ ইউনিয়ন ও পৌরসভায় অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৫৮ হাজার ২ শত শিশুকে ভিটামিন এ ক্যাপসুল টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৩ ডিসেম্বর শনিবার কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত এক অবহিত করন সভায় এ তথ্য জানানো হয়। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, এমওডিসি ডাঃ মোঃ সাঈদ এনাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, মানব ঠিকানার মফস্বল সম্পাদক ময়নুল হক পবন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ (ভারঃ) মিজানুর রহমান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আপ্তাব উদ্দিন প্রমুখ। এছাড়া অবহিতকরন সভায় আরো জানানো হয় ১০ ডিসেম্বর কুলাউড়া উপজেলার ৩শ ২৮ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৬হাজার ২শত ও ১২-৫৯ মাস বয়সী ৫২ হাজারসহ মোট ৫৮ হাজার ২ শত শিশুদেরকে একযোগে টিকা খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মেডিকেল টিম গঠনসহ ৯৮৪ জন স্বেচ্ছাসেবক,৫৭ জনস্বাস্থ্য কর্মী ও ৩৯ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com