কুলাউড়া ইউএনও এবং সহকারী কমিশনার (ভুমি)’র বিদায় সংবর্ধনা
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এবং সহকারী (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন এর বদলী উপলক্ষে কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় পৌর কার্যালয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র শফি আলম ইউনুছ এর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীমের পরিচালনায় অনুষ্টিত সম্বর্ধনায় বিদায়ী ইউএনও তাহসিনা বেগম বলেন কুলাউড়া একটি ভাল উপজেলা। এখানে কাজের মুল্যায়ন আছে। কাজ করার সুযোগ রয়েছে। আমার দায়িত্বকালীন সময়ে সকলের সহযোগিতায় সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সর্বমহলের আস্থা অজর্নের চেষ্টা করেছি। কুলাউড়ার ভুমি সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও মানুষের অহেতুক হয়রানী রোধে কাজ করেছি। পৌর মেয়র শফি আলম ইউনুছ উভয় বিদায়ী কর্মকর্তাকে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা উল্লেখ করে বলেন কুলাউড়া পৌরসভার সার্বিক উন্নয়নে তাদের আন্তরিক সহযোগিতা পৌরবাসীর হৃদয়ে স্মরনীয় হয়ে থাকবে। সভায় আরো বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, পৌর কাউন্সিলার রাসেল আহমদ চৌধুরী ও মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, প্রভাষক মোতাহের হোসেন, পৌর সচিব শরদিন্দু রায় প্রমুখ। অনুষ্টানে পৌর কাউন্সিলার, মহিলা কাউন্সিলার, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পৌর পরিষদের পক্ষ থেকে পৌর মেয়র সংবর্ধিত বিদায়ী অতিথিদের ফুলের তোড়া ও উপহার সামগ্রী প্রদান করেন।
মন্তব্য করুন