কুলাউড়া উপজেলা পরিষদের শিক্ষাবৃত্তি বিরতণ
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২ শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ২৮ জুন মঙ্গলবার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগমের সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানের পরিচালনায় উপজেলা জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল মতিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রবাশ চন্দ্র শর্মা প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ ৫শত টাকাসহ শিক্ষা উপকরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৩৩ জন শিক্ষার্থী নগদ ১ হাজার ৫শত টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও মাধ্যমিক শিক্ষা সপ্তাহে বিভিন্ন স্তরের নির্বাচিতদের পুরস্কার ও সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন