কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ১৩ ইউনিয়ন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ১৩ ইউনিয়নের শপত গ্রহণ অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর শুক্রবার কুলাউড়া রেলওয়ে শ্রী শ্রী কালিবাড়ী প্রাঙ্গনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নব নির্বাচিত ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জেলা কমিটির সদস্য অরবিন্দু ঘোষ বিন্দু। উপজেলা পূজা উদযাপন পরিষদের আবহায়ক বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহরের সভাপতিত্বে ও সদস্য সচিব নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূজা পরিষদের সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য অরবিন্দু ঘোষ বিন্দু, অজয় দাস, বিশ্বজিৎ দাস, প্রদীপ কান্ত দত্ত, সুজিত দে, কুলাউড়া ইউনিয়ন কমিটির সভাপতি ডাঃ বিজয় কৃষ্ণ দেবনাথ, সাধারণ সম্পাদক বিজন দাস, কাদিপুর ইউনিয়ন কমিটির সভাপতি প্রমেশ বর্ধন, সাধারণ সম্পাদক সঞ্জিব ধর, শরীফপুর ইউনিয়ন সভাপতি জগদীশ দেবনাথ, সম্পাদক বীর রাম, জয়চন্ডী ইউনিয়ন কমিটির সভাপতি দীপক ঘোষ, সম্পাদক চন্দন শীল, বরমচাল ইউনিয়ন কমিটির সভাপতি নিভাস চক্রবর্তী, সম্পাদক রতœময় দেব, কর্মধা ইউনিয়ন কমিটির সভাপতি অজয় দেব, সম্পাদক রঞ্জিত মল্লিক, পৃথিমপাশা ইউনিয়ন কমিটির সভাপতি সজল দাস, সম্পাদক সমরেশ দাস রায়, ভাটেরা ইউনিয়ন কমিটির সভাপতি নিখিল দাস, সম্পাদক কাজল চক্রবর্তী, টিলাগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি বীরেন্দ্র বৈদ্য, সাধারণ সম্পাদক তপন দত্ত, হাজিপুর ইউনিয়ন কমিটির সভাপতি বিধান দে, সম্পাদক সদানন্দ দাস, ভুকশিমইল ইউনিয়ন কমিটির সভাপতি অনিল দাস, সম্পাদক সঞ্জিত দাস, ব্রাহ্মণবাজার ইউনিয়ন কমিটির সভাপতি শ্যামল দেব রায়, সম্পাদক সমরেন্দ্র শর্ম্মা, রাউৎগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি সুজিত মল্লিক, সম্পাদক দিপেশ চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভায় উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়ন কমিটির সকলের সহযোগিতা ও আসন্ন দুর্গাপূজা যাতে সুন্দরভাবে সমাপ্ত হয় তার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়। সভা শেষে সবাইকে আপ্যায়ন করানো হয়।
মন্তব্য করুন