কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের আর্থিক অনুদান প্রদান
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর চাতলগাঁও গ্রামের অসহায় দিনমজুর কুদ্দুস মিয়ার মেয়ের বিয়ে উপলক্ষে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ১০ হাজার টাকা আর্থিক অনুদান ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া শহরের একটি অভিজাত হোটেলে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বখশী ইকবাল আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম, শাকিল রশীদ চৌধুরী, সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অন্যতম সংগঠক মুহিতুর রহমান রাজু, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, মানবঠিকানার মফস্বল সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য জাবেদ মাহবুব, ডেইলী বিডি মেইলের সহ-সম্পাদক নাজমুল বারী সোহেল, জনতার নিঃশ্বাসের সিলেট ব্যুরো প্রধান ইউসুফ আহমদ ইমন, জুড়ী অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসাইন প্রমুখ। অতিথিরা অসহায় দিনমজুর কুদ্দুস মিয়ার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। উল্লেখ্য, চাতলগাঁও গ্রামের বাসিন্দা, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলীর সহযোগিতায় এই অনুদান প্রদান করা হয়।
মন্তব্য করুন