কুলাউড়া ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাশ শুরু

July 11, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়ার প্রাচীনতম বিদ্যাপীঠ কুলাউড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ২০১৬-২০১৭ বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ শুরু হয়েছে। ১০ জুলাই রোববার দুপুরে কলেজ ছাত্রমিলনায়তনে কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে ও আইসিটি বিভাগের প্রভাষক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল মানিক, উপাধ্যক্ষ আব্দুল হান্নান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান এ কে এম শাহজালাল। উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য এ টি এম আব্দুল মান্নান, কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল বাছিত লেবু, খন্দকার মুহিবুর রহমান মলাই, ফরহাদ আহমদ,ইংরেজী বিভাগের প্রভাষক বদরুল ইসলাম।

Kulaura-College-(1) নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন, কলেজ ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, উপজেলা ছাত্রলীগের অন্যতম সদস্য জুয়েল আহমদ সেবুল, উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়জুল হক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিপার আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, রাহেল আহমদ, কলেজ জাসদ ছাত্রলীগের আহবায়ক ছবির আহমদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, কলেজ তালামীযের সভাপতি শামছুল ইসলাম প্রমুখ। স্নাতক ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্নাতক শিক্ষার্থী সাইফুল ইসলাম। উল্লেখ্য, ওরিয়েন্টেশন ক্লাশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের ধারা আধিপত্য বিস্তার, মিছিল, ও বক্তব্য দেয়া নিয়ে যাতে কোন সংঘর্ষ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কুলাউড়া থানা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপর ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com