কুলাউড়া দক্ষিণ মানবাধিকার কমিশন আঞ্চলিক শাখার অভিষেক

September 4, 2016,

বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার টিলাগাও, পৃথিমপাশা, রাউৎগাও, কর্মধা ও হাজিপুর ইউনিয়নের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন, দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার অভিষেক অনুষ্টান ও কর্মশালা ২ সেপ্টেম্বর শুক্রবার টিলাগাও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক সেলিম আহমদ ও মহিলা সম্পাদিকা রিনা দত্তের যৌথ পরিচালনায় অনুষ্টানের উদ্বোধন করেন মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় গভর্নর ও সমন্বয়কারী ড. আর কে ধর। মুখ্য আলোচক ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. কিশোরী পদ দেব শ্যামল। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদোহা পিপিএম, টিলাগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন, মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার, মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি এড. আবু তাহের, যুগ্ম সম্পাদক এড. সঞ্জয় কান্তি বিশ্বাস, সহ সাধারন সম্পাদক এড. বিষ্ণু পদ ধর, হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যাপক ইসলাম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক তপন দত্ত, সহ সভাপতি আতিকুর রহমান, সাইদুর রহমান, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com