কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়েরে এসএসসি ৯২ ব্যাচের বনভোজন সম্পন্ন

January 1, 2017,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের বনভোজন ৩০ ডিসেম্বর শুক্রবার লংলা ভ্যালী ক্লাবে অনুষ্ঠিত হয়। ২ যুগ পর বন্ধুদের এই মহামিলন মেলার নাম দেয়া হয় প্রতিচ্ছবি ২০১৬। স্বপরিবারে প্রায় অর্ধশত বন্ধুরা সেই বনভোজনে অংশ নেয়।
১৯৯২ সালের এসএসসি পরীক্ষার্থীরা এখন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সময়ের ব্যবধানে বিভিন্নস্থানে অবস্থান করলেও বন্ধুত্বের টানে সবাই মিলিত হয়েছিলেন। যারা স্বপরিবারে একত্রিত হয়েছিলেন তাদের মধ্যে ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্যাহ, সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার সুয়েবুর রহমান, সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, অস্ট্রেলিয়া প্রবাসী শরীফুজ্জামান শাকিল, কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার হারুনুর রশীদ, শিক্ষক ফখরুল ইসলাম, শিক্ষক আশীষ আচার্য্য, আব্দুছ ছাত্তার স্বপন, জালাল উদ্দিন, এমএ মোহিত, দেলোয়ার হোসেন, ফয়সল হোসেন, সাদেক আহমদ, জাহেদ আহমদ, কান্ত দেব, আবুল কাশেম, আলী হোসেন, সুজিত দেব, রিপন দেব, অনন্ত বারই, তাপস পাল, বাবুল আহমদ, আশীষ কুমার দে, দিপক ধর, নির্মল কুমার আচার্য্য, হারুন আহমদ, আব্দুস সামাদ জিতু, আলাউদ্দিন আহমদ, নেওয়ার আলী, বাবু প্রমুখ। বনভোজনে অনুর্ধ্ব ৬ বছর বয়সী শিশু, ৬ বছরের বেশি শিশুদের জন্য এবং স্ত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য পুরষ্কার। র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯টা যাত্রা শুরু হয় লংলা ভ্যালি ক্লাবের উদ্দেশ্যে। দিনভর হৈ হুল্লোড় শেষে বিকেল ৪টায় শেষ হয় ৯২ ব্যাচের বন্ধুদের আনন্দ আড্ডা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com