কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
এম. মছব্বির আলী॥ উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুলাউড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ মে শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিপুল সংখ্যক ভোটারের (অভিভাবক) উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য পদে ৯ জন ও সংরক্ষিত অভিভাবক মহিলা সদস্য পদে ২ জন প্রতিদন্ধিতা করেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার। তিনি জানান, নির্বাচনে ১৪৮০ জন ভোটারের মধ্যে ৯৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ২২টি ভোট বাতিল হয়। তন্মধ্যে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থীর মধ্যে ৪ জন নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন মাহবুব করিম মিন্টু চেয়ার প্রতীক নিয়ে ৪৬১ ভোট পেয়ে প্রথম, মোঃ রেদওয়ান খান আনারস প্রতীক নিয়ে ৪১৫ ভোট, আব্দুল হান্নান ফুটবল প্রতীক নিয়ে ৪১৫ ভোট, নেওয়ার আলী ছাতা ৪১৫ ভোট পান।
এছাড়া প্রতিদন্ধি অন্যান্য প্রার্থীদের মধ্যে মোঃ সুলেমান হোসেন (মাছ প্রতীক) ৩৯৪, ফরহাদ আহমদ (খেজুর গাছ প্রতীক) ৩৮৫, মইনুল ইসলাম ওয়েছ (তালা প্রতীক) ৮৬, আব্দুস শহীদ লেবু (মোমবাতি প্রতীক) ৮২ ভোট পান। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সৈয়দা ফাহমিদা চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদন্ধি হাসিনা আক্তার গোলাপ ফুল প্রতীক নিয়ে পান ২৬৭ ভোট। উলে¬খ্য, বিনা প্রতিন্ধিতায় দাতা সদস্য পদে শওকত হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে আব্দুর রাজ্জাক ও সেলিম আহমদ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বেগম ফেরদৌসি কাওছার চৌধুরী নির্বাচিত হন। নির্বাচনে সহকারী প্রিসাইডিংয়ের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম।
মন্তব্য করুন