কুলাউড়া নিহত ক্রিকেটার হেলাল স্মরণে দোয়া ও মিলাদ
কুলাউড়া অফিস : কুলাউড়া শহরস্থ গর্নভেলী সিএনজি লিঃ এর নজেলম্যান ক্রিকেটার হেলাল আহমদ এর অকাল মৃত্যুতে ২৭ অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব সিএনজি পাম্প প্রাঙ্গনে প্রতিষ্টানের আয়োজনে ্এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সিএনজি পাম্প ম্যানেজার জাদিদ হায়দার চৌধুরীর পরিচালনায় মিলাদ অনুষ্টানে প্রতিষ্টানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শকুর চৌধুরী তার অকাল মৃত্যুতে পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার মাকে নগদ ১লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন ও পরিবারের কোন সদস্য তার পদে চাকুরীতে আগ্রহী হলে তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার আশ্বাস প্রদান করেন। মিলাদে মেয়র শফি আলম ইউনুছ, সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী হেলাল, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক এইচডি রুবেল, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গর্নভেলী সিএনজি লিঃ এর পরিচালক জয়নাল হোসাইন, আকিল আহম্মেদ, আতাউর রহমান, ওয়াজি উদ্দিন ও মহা-ব্যবস্থাপক ইকরামুল হক চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্টানের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসীরা অংশ গ্রহন করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফিজ মোঃ তুহিন আহমদ।
উল্লেখ্য, উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের বাসিন্দা উদীয়মান ক্রিকেটার হেলাল আহমদ ২২ অক্টোবর শনিবার রাতে সিএনজি পাম্পে কর্তব্যরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২২ বছর বয়সে অকালে মৃত্যুবরন করেন। হেলাল ৫ ভাই ও ১ বোনের মধ্যে পঞ্চম। তিনি কর্মধা টাইটেল মাদ্রাসায় হিফজ পাস করে সিলেট ইসলামি স্কুল অ্যান্ড কলেজ থেকে দাখিল ও আলিম পাস করে মৌলভীবাজার সরকারি কলেজে বাংলায় অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এছাড়া তিনি অবসর সময়ে কুলাউড়ার ক্রিকেট অঙ্গনের খেলোয়াড় ছিলেন ও তরুন ক্রিকেটার হিসাবে তার পরিচিতি ছিল।
মন্তব্য করুন