কুলাউড়া পাওয়ার গ্রীডে বিস্ফোরন

June 28, 2016,

এম. মছব্বির আলী॥ কুলাউড়া পিডিবি’র পাওয়ার গ্রীডে ২৭ জুন সোমবার দিবাগত মধ্যরাতে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সাময়িক বিঘিœত হওয়ার ১ ঘন্টা পর ৩ উপজেলায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপিত করা হয়। জানা যায় কুলাউড়া পিডিবি’র পাওয়ার গ্রীডে সোমবার দিবাগত রাত দেড়টায় আকস্মিকভাবে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরনে গ্রীডের পি,টি আগুনে পুড়ে গেলে কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে গ্রীড প্রকৌশলীরা দ্রুত মেরামত কাজ শুরু করে পুড়ে যাওয়া যন্ত্রাংশ অপসারন করে নুতন আরেকটি পি,টি পুনঃস্থাপন করায় ১ঘন্টা পর রাত আড়াইটায় ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সক্ষম হয়। ফলে মাহে রমযানের সেহরী সময়ে রোজারদারদের সৃষ্ট সাময়িক ভোগান্তির অবসান ঘটে।

Eid-Bazar-Moulvibazar_2
উল্লেখ্য, ৩ মে মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায় পুরো কন্ট্রোলরুম। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীসহ ৬ জন আহত হোন। এরফলে কুলাউড়া ও জুড়ী উপজেলার ৩০ সহস্রাধিক গ্রাহক ২৪ ঘন্টা থাকেন অন্ধকারে।
ঐদিন বিকেলে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোল রুমের ইনকামিং ফিডারে হঠাৎ আগুন ধরে যায়। এরপর বিদ্যুৎ বিভাগের লোকজন ফিডার মেরামত কাজ শেষ করে রাত সাড়ে ৯টায় ১১ কেভি শহর ফিডার পরীক্ষামুলক চালু করতে গেলে ভয়াবহ শব্দে আগুন লেগে গোটা কন্ট্রোল রুমে আগুন ছড়িয়ে পড়ে সবক’টি ফিডারসহ পুরো কন্ট্রোলরুমে ভষ্মিভূত হয়। কন্ট্রোল রুমের বাইরে থাকা একটি ট্রান্সফরমার ও পুড়ে যায়। এসময় মেরামত কাজে থাকা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী দুলাল হোসেন, অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার আনছারুল কবির শামীম, লাইন হেলপার জাবেদ মিয়া, হেলাল মিয়া, মামুন মিয়া ও সুলতান মিয়া আহত হোন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com