কুলাউড়া পিডিবির সাব-ষ্টেশনে পুনরায় বিস্ফোরনে বিদ্যুৎ সরবরাহ বিঘিত

May 8, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া পিডিবি’র সাব-ষ্টেশনের কন্ট্রোল রুমে ৬ শুক্রবার সকালে পুনরায় বিস্ফোরনের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সাময়িক বিঘিœত হয়।
জানা যায় কুলাউড়া পিডিবি’র পুরাতন সাব-ষ্টেশনের কন্ট্রোল রুমে মঙ্গলবার বিকেলে ও রাতে পর পর দু’বারের সংঘটিত বিস্ফোরনের অগ্নিকান্ডে কন্ট্রোল রুমের যন্ত্রাংশ আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়ে সাব ষ্টেশন বিকল হয়ে যায়। পরবর্তীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় সচল করতে পরদিন পিডিবির কাছে হস্তান্তরের অপেক্ষায় প্রজেক্টের মাধ্যমে নব-নির্মিত সাব-ষ্টেশন চালু করার উদ্দোগ নিয়ে রাতে নুতন সাব-ষ্টেশন থেকে ২৭ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনঃস্থাপিত করা হয়। কিন্ত নুতন সাব-ষ্টেশন চালুর ১দিন যেতে না যেতেই শুক্রবার সকালে দেড় বছরের ওয়ারেন্টি করা ৩৩ কেভির লাইটিং এরিষ্টার বিস্ফোরিত হয়ে পুনরায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সাময়িক বিঘিœত হয়। পরে পিডিবি কর্তৃপক্ষ জেলা সদর থেকে উক্ত যন্ত্রাংশ সংগ্রহ করে দুপুরে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপিত করে। আরো জানা যায় প্রজেক্টের মাধ্যমে নব-নির্মিত সাব-ষ্টেশনের বিভিন্ন গুরুত্বপুর্ন যন্ত্রাংশ নিম্নমানের ও পুরাতন মালামাল দিয়ে স্থাপন করায় গ্রাহকদের ভোগান্তির অবসান হবে না বলে আশংকা রয়েছে। জনস্বার্থে এব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য উপজেলাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com