কুলাউড়া পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ দিন থেকে পূজা উদযাপন পরিষদের কুলাউড়া উপজেলা কমিটি না থাকায় ২৬ জুলাই পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিহির কান্তি দেব মিন্টু ও সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহরকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন-নির্মাল্য মিত্র (সদস্য সচিব), অরবিন্দু ঘোষ, অজয় দাস, দেব দুলাল চৌধুরী (প্রদীপ), বিশ্বজিৎ দাস, তপন দত্ত (তপু), আশীষ ধর, সুজিত দে, প্রদীপ কান্তি দত্ত, সমরেন্দ্র শর্মা। এছাড়াও উপজেলার ইউনিয়ন কমিটিগুলোর কার্যক্রম না থাকায় সকল ইউনিয়ন কমিটি বাতিল করা হয়। উক্ত আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়ে। ইউনিয়ন কমিটিগুলো গঠনের পর জেলা কমিটির উপস্থিতিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এদিকে ২৮ জুলাই সন্ধ্যায় নবগঠিত আহ্বায়ক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহর। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টামি পালন নিয়ে বিশাদ আলোচনা হয় এবং ইউনিয়ন কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।
মন্তব্য করুন