কুলাউড়া হাসপাতালে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স সরবরাহ

August 5, 2016,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের সেবা প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য মন্ত্রনালয় শীততাপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স সরবরাহ করেছে। এ্যাম্বুলেন্সে অভ্যন্তরে উন্নতমানের চিকিৎসাসেবা সম্বলিত ২৫ লক্ষাধিক টাকা মুল্যের জাপানের তৈরী নিশান এ্যাম্বুলেন্স গাড়ী ২ আগষ্ট মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাঃ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন। পরে এ্যাম্বুলেন্স চালক কাজল দত্ত সড়কপথে উক্ত গাড়ী নিয়ে কুলাউড়া হাসপাতালে ৩ আগস্ট বুধবার সকালে পৌছলে ঐদিন থেকে উক্ত এ্যাম্বুলেন্সের সেবা প্রদান কার্যক্রম চালু করা হয়। এ্যাম্বুলেন্সের আনুষ্টানিক কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আপ্তাব উদ্দিন, সাংবাদিক আব্দুল করিম বাচ্চু, এ্যাম্বুলেন্স চালক কাজল দত্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com