কুলাউড়া হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগ তদন্তে কমিটি গঠন

August 18, 2016,

কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা ১৭ আগস্ট বুধবার কমিটির সভাপতি আব্দুল মতিন এমপি’র সভাপতিত্বে স্বাস্থ্য কমপেপ্লক্স হলরুমে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারঃ) আরএমও ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম এর পরিচালনায় কমিটির সভায় মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, ইউএনও তাহসিনা বেগম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা প্যানেল চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদোহা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা  মধুসুধন পাল চৌধুরী, এমওএমসিএইচ ডাঃ সুলতান আহমদ, সাবেক আরএমও ডাঃ মইন উদ্দিন আলমগীর, যাদবেন্দ্র রায় যাদুসহ অন্যান্যদের উপস্থিতিতে অনুষ্টিত সভায় ৩ আগষ্ট সড়ক দুর্ঘটনায় নিহত সহকারী অধ্যাপক আশুতোষ দেবের কুলাউড়া হাসপাতালে দেয়া চিকিৎসায় অবহেলার অভিযোগের সুষ্ট তদন্তের জন্য ইউএনও তাহসিনা বেগমকে আহ্বায়ক করে এক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে  ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় হাসপাতলের সুষ্ট চিকিৎসা প্রদান ও ব্যবস্থাপনার উন্নয়নের স্বার্থে অবিলম্বে চিকিৎসক সংকট নিরসনে প্রেষনে কর্মরতদের মূল কর্মস্থলে পুনর্বহাল ও শুন্য পদ পুরনে জরুরী পদক্ষেপ প্রহনের জন্য স্বাস্থ্য মন্ত্রানালয়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com