কুলাউড়া হাসপাতালে শিশুদের যক্ষ্মারোগ সম্পর্কে মাঠ কর্মীদের প্রশিক্ষণ
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বিপিএ টিবি প্রজেক্ট এর আয়োজনে ১৮ জুন শনিবার সকাল ১১ টায় শিশুদের যক্ষ্মারোগ সম্পর্কে মাঠ কর্মীদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রখেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখ্শ।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাালের টিবিরোগ কনসালটেন্ট ডাঃ জিয়াউর রহমান ও কর্মশালার প্রশিক্ষক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মুফাজ্জল করিম। প্রশিক্ষনের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন স্বাস্থ্য সহকারী আব্দুর রব ও গীতা পাঠ করেন স্বাস্থ্য সহকারী অবিন্বাশ দাস। শিশুদের যক্ষা রোগ বিষয়ে সার্বিক ধারনা, রোগ প্রতিরোধ উন্নতিকল্পে মাঠ পর্যায়ে সাধরন মানুষের সচেতনতা সুষ্টির লক্ষ্যে প্রশিক্ষনে সহযোগিতা করেন বিপিএ টিবি প্রজেক্ট এর ডিষ্টিক ট্রেনিং কো-অডিনেটর আবু জাহের ভূইয়া। উক্ত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা দুই দিনের প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন