কুশিয়ারা নদীর আব্দুল্লাহপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: রাজনগর উপজলোর কুশিয়ারা নদীর আব্দুল্লাহপুর এলাকায় ড্রেজার মেশন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলনরে বিরুদ্ধে মোবাইল কোর্ট পরচিালনা করা হয়।
১০ আগষ্ট মঙ্গলবার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লিটন মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনরে ১৫ (১) ধারা মোতাবকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অর্থদন্ড তাৎক্ষণকিভাবে আদায় করা হয়।
জানা যায়, ওই এলাকাসহ ফতেপুরের ভাটি এলাকায় দীর্ঘ দিন যাবৎ অবৈধ পথে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আয় করেছে একটি চক্র। এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় ওই এলাকায় অভিযান চালালে তাৎক্ষনিক বালু খেকো লিটন মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে জেলা প্রশাসন থেকে জানানো হয় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন