কৃষি খাতে উন্নয়ন বাজেটের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে মৌলভীবাজারে কৃষক ফ্রন্টের স্মারকলিপি
May 26, 2024,
স্টাফ রিপোর্টার॥ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (বাসদ) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আসন্ন জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের শতকরা ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
২৬ মে রবিবার দুপুরে মৌলভীবাজার শহরের টিসি মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে স্মারকলিপি প্রদানের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহ পড়ে শুনান এডভোকেট মঈনুর রহমান মগনু। বক্তব্য রাখেন জেলা সদস্য বাদল দাশ,হৃদয় অধিকারী, সদর উপজেলা সংগঠক শামসুল ইসলাম এবং সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।
মন্তব্য করুন