কৃষি মন্ত্রীকে বরণ করতে অধির আগ্রহে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ

January 17, 2024,

বিকুল চক্রবর্তী॥ প্রাণের নেতাকে বরণ করে নিতে অধির আগ্রহে অপেক্ষা করছে শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ। বার বার নির্বাচিত শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরই তিনি শপত নিতে ঢাকা চলে যান। সেখানে শপত নেয়ার পর প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীকে মুল্যায়ন করে এ নেতাকে কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রিত্ব উপহার দেন। এর পর তিনি প্রথম আজ বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় ফিরছেন। এদিকে বৃহস্পতিবার তিনি এলাকায় আসছেন শুনে মানুষের মধ্যে আনন্দের শেষ নেই। প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়ে ভেনার ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল জেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের। যেখানে জমায়েত হবেন অন্তত ১০ হাজার মানুষ। গতকাল বুধবার সরজমিনে দেখা যায় শহরের চৌমুহনী থেকে মৌলভীবাজার সড়ক, ষ্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক ও ভানুগাছ সড়ক অভিনন্দন সংবলিত ফেস্টুন ও তোরণে ভরে গেছে।

কলেজ রোডস্থ ফুলের দোকান গুলোতে দেখাযায় শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া বানাতে মানুষের ভীড়। শত শত তোড়া গতকালই তৈরী করে রেখেছেন ফুলের দোকানীরা। অনেকে নতুন করে অর্ডার নিতে পারছেন না।

এ ব্যাপারে শ্রীমঙ্গগল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু জানান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি গণমানুষের নেতা। তাদের প্রিয় নেতা কৃষি মন্ত্রী হয়েছেন মানুষতো ভালোবাসা, শ্রদ্ধা, অভিন্দন জানাবেই।

মুক্তিযোদ্ধা কুমদ রঞ্জন দেব জানান, উপাধ্যক্ষ আব্দুস শহীদ মানুষের কাছে থাকতে পছন্দ করেন। তিনিও মানুষকে ভালোবাসেন এই ভালোবাসার প্রতিদানে তিনি ভালোবাসাতো পাবেনই।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব জানান, কৃষি মন্ত্রী উপাধক্ষ আব্দুস শহীদ এমপি কে তৃণমুল থেকে শহর শহরতলী সকল মানুষই ভালোবাসেন। তাইতো একবার দুইবার নয় তিনি যতবার সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকবারই তারা ভোট দিয়ে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। জনগনের জন্য এই নেতার দরজা সব সময় খোলা। তিনি বিজয়ী হওয়ার পর পরই ঢাকায় চলে যান। এর পর থেকে তার বাসায় শত শত মানুষ ভীড় করছেন। এই মানুষ গুলোর জন্য তারা বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন কৃষি মন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে গণ সংবর্ধনার আয়োজন করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি শ্রীমঙ্গলে আসবেন। তাই শ্রীমঙ্গলের প্রবেশদ্বার থেকেই শত শত মানুষ তাকে বরণ করে নিয়ে আসবে শ্রীমঙ্গলে পরে দুপুর সাড়ে ১১টায় শ্রীমঙ্গল জেলাপরিষদ মাঠে দেয়া হবে গণ সংবর্ধনা। পরের দিন শুক্রবার বিকেলেও আয়োজন করা হয়েছে অনুরোপ অনুষ্ঠানে।

এ ব্যাপারে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, আমার এলাকার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। তাঁরা আমাকে বার বার নির্বাচিত করেছেন। আমিও চেষ্টা করি তাঁদের পাশে থাকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী এবার আমাকে কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব দিয়েছেন। এখন থেকে আমার দায়িত্ব বেড়েগেছে অনেক গুন। আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমার দায়িত্ব পালন করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com