কেন্দ্রীয় পরীক্ষার ফল জেলায় সবার শীর্ষে শেখবাড়ি মাদরাসা, মেধা তালিকায় ২৩টিসহ এ প্লাস মোট ৫৭টি

July 8, 2017,

এহসান বিন মুজাহির॥ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) ৪০তম কেন্দ্রীয় পরীক্ষাসহ তানযিমুল মাদারিসিল আরাবিয়া শিক্ষা বোর্ডের ৩৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে মৌলভীবাজার জেলায় সবার শীর্ষে রয়েছে
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মাজডিহির (ভৈরববাজার) জামেয়া মাদানিয়া ক্বাওমিয়া শেখবাড়ি জামিয়া।
পূর্বের ধারাবাহিক সাফল্য ধরে রেখে এ বছরও শতভাগ পাশের পাশাপাশি রয়েছে সম্মিলিত মেধা তালিকায় ২৩ টি (এপ্লাস)। ৫৭ টি মোমতাজের পাশাপাশি ২৩ জন শিক্ষার্থী বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়েছেন।
২০১৭ সালের বেফাকের চল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় হিফজুল কুরআন, ফজিলত, সানাবিয়্যা উলইয়া, মুতাওয়াসসিতা এবং ইবতিদাইয়্যা জামাতে মোট ৩৬ জন শিক্ষার্থী মোমতাজ (এ প্লাস) পেয়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর অব্যাহত রাখেন শেখ বাড়ি জামিয়ার শিক্ষার্থীরা।
হিফজুল কুরআন বিভাগে মোমতাজ (এ প্লাস) ২৩টি, ফজিলত জামাতে (মিশকাত) ১টি, সানাবিয়্যা উলইয়া (মুখতাছার) জামাতে ২টি, মুতাওয়াসসিতা (নাহবেমীর) জামাতে ৮টি, ইবতিদাইয়্যা (৫ম ) জামাতে ২ টি।
এদারা শিক্ষা বোডের্র মুতাওয়াসসিতা জামাতে ১০টি এবং তানযিমুল মাদারিসিলি আরাবিয়া শিক্ষা বোর্ডে ১১টি মোমতাজ পেয়েছেন আরও ২১জন শিক্ষার্থী। বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৫৭ টি মোমতাজ (এ প্লাস) অর্জন করেছেন শেখবাড়ি জামিয়ার শিক্ষার্থীরা।
শেখবাড়ি মাদরাসার এই ঈর্ষনীয় সাফল্য অর্জনে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মাদরাসার মুহতামিম, বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেন -‘এটা মহান মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ। আমাদের এই সাফল্য আমরা আনতে পারিনি। তিনি মেহেরবানী করে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে সাধ্যাতীত প্রচেষ্টা ছিল। তিনি আমাদের প্রচেষ্টা কবুল করেছেন। এ জন্য আমি আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদু লিল্লাহ।
শেখবাড়ি মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আফজল আহমদ হামিদীর কাছে ফলাফলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন-আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে আমি আনন্দিত। যুগোপযোগী শিক্ষা ও শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সতর্কদৃষ্টি , শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক অধ্যবসায়ে এ সফলতা অর্জিত হয়েছে। জামেয়ার শিক্ষাকার্যক্রমে যারা আর্থিক সহযোগিতা দিেেচ্ছন তারাও আমাদের এ সফলতার অংশীদার।
তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মাদরাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
ছাত্রদের প্রতি আহবান জানিয়ে মাওলানা আফজল বলেন-আগামি দিনে সকলেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। তবেই সাফল্য তোমাদের পদচুম্বন করবে। প্রসঙ্গত সম্প্রতি বেফাকসহ বিভিন্ন কওমি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com