কোটা সংস্কার আন্দোলনে মৌলভীবাজারে বাঁধার মুখে বিক্ষোভ

July 16, 2024,

স্টাফ রিপোর্টার॥ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কারের দাবিতে মৌলভীবাজারে আলাদা দুটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষার্থীরা শমসেরনগর সড়কে মিছিল নিয়ে বের হয়। এসময় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্ট’র অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী হাসানুল বান্না সজিব।
এদিকে একই দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা কলেজ ফটকে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাঁধার মুখে মিছিলটি পন্ড হয়। ছাত্রফ্রট নেতা বিশ্বজিৎ নন্দি গণমাধ্যমকর্মীদের জানান, মৌলভীবাজার সরকারি কলেজ থেকে দুপুরের দিকে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হওয়ার আয়োজন চলছিল। শিক্ষার্থীরা জড়ো হচ্ছিলেন ঠিক ওই মূহুর্তে ছাত্রলীগ কলেজে মিছিল সহকারে সংঘটিত হামলা করে। এতে মারাত্মক আহত হোন রাজিব সূত্রধর, তোফায়েল আহমেদ ফাহিম, তপন দেবনাথ, আরিফুর হক জনি, অভিজিৎ শর্মা, সামায়েল রহমানসহ অনেকেই । পরবর্তীতে প্রেসক্লাবে জমায়েত হয়ে শিক্ষার্থীরা মিছিল সহকারে চৌমুহনায় এসে বিক্ষোভ করতে থাকলে তখন যুবলীগ পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে। চৌমুহনায়ও যুবলীগের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা ছাত্রলীগ, যুবলীগের হামলার নিন্দা জানান। তিনি জানান এই হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল বের হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com