(ভিডিওসহ) কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

February 28, 2021,

স্টাফ রিপোর্টার॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বোরহান উদ্দিনকে হত্যার প্রতিবাদে, সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী রোববার দূপুর সোয়া ১২ টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্তরে বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), মৌলভীবাজারে আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম এ কাইয়ুম সুলতান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমদ, সিনিওর সাংাদিক সৈয়দ রুহুল আমীন, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, বাংলা একাত্তর প্রতিনিধি মোঃ আবাদুল কাইয়ুম,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহ সভাপতি সুধাংশু শেখর হালদার, সহ-সভাপতি মোস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি রুমানা আক্তার শিপা প্রমুখ।
বক্তারা কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যার আসামী চিহৃত করে দ্রুত গ্রেপ্তার, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সাংবাদিক নির্যাতন বন্ধের জোর দাবী জানান। এছাড়াও তারা কাসিমপুর কারাগারে বন্দি লেখক মুসতাক আহমদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবী করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com