কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়

August 28, 2024,

স্টাফ রিপোর্টার : কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের সাথে সম্পৃক্ত ‘মৌলভীবাজার সেল’ এর উদ্যোগে সোমবার, ২৬ আগস্ট মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর, মনু নদীর পাড়, ফরেস্ট অফিস রোড, বড়শিজোড়া, শিমুলতুলা বাজার, চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই, রাজনগর উপজেলার বানারাই গ্রাম এর বন্যা কবলিত ১১৫ টি পরিবারে মোট ১১৫ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।

বন্যা কবলিত এলাকাগুলো বিচ্ছিন্ন হওয়ায় মৌলভীবাজার সেলে’র কোয়ান্টিয়ারবৃন্দ (স্বেচ্ছাসেবক) ত্রাণ বিতরণ সুবিধার্থে পূর্বেই দুর্গতদের মধ্যে টোকেন বিতরণ করে আসেন। কিছু কিছু পূর্ব-চিহ্নিত বিচ্ছিন্ন এলাকায় স্বেচ্ছাসেবকবৃন্দ সরাসরি গিয়ে ত্রাণ বিতরণ করেন। আর বাকি অধিকাংশ দুর্গতরাই ওইদিন তাদের সুবিধাজনক সময়ে পূর্ব প্রদত্ত টোকেন দিয়ে মৌলভীবাজার সেল কার্যালয় থেকে ত্রাণের প্যাকেট সংগ্রহ করেন।

প্রতি প্যাকেটে ছিল, ৩কেজি চাল, ১কেজি আলু, ১কেজি চিড়া, ১কেজি গুড়, ১কেজি মুড়ি, ১ কেজি চিড়া, পিয়াজ আধা কেজি, লবণ আধা কেজি, তেল আধা লিটার, গ্যাস লাইট ১টি, দিয়াশলাই ২টি এবং মোমবাতি ৬টি।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের অর্গানিয়ার-ইনচার্জ আহমেদ শরীফ, মৌলভীবাজার জেলার বিশিষ্ট সমাজসেবক ও লেখক ডাক্তার মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক এস.এম ইলিয়াস, কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখার মোমেন্টিয়ার এবং লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের কো-অর্গানিয়ার বদরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: সায়মুর রহমান, ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইন্সটিটিউট-এর ব্যবস্থাপক পরিচালক সুমন চৌধুরী, কোয়ান্টাম ফাউন্ডেশন মৌলভীবাজার সেলের প্রধান দায়িত্বশীল মো : শরীফুল হাসান এবং স্বেচ্ছাসেবক কোয়ান্টিয়ারবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com