কোরবানির বর্জ পরিষ্কার পরিচ্ছন্ন করতে পৌর সভার দ্রুত অপসারন
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে কোরবানির ময়লা দ্রুত অপসারন ও নিদিষ্ট জায়গায় চামড়া বিক্রির জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ময়লা আবর্জনা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে নাগরিকদের উপহার দেন মেয়র ফজলুর রহমান।
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর শহরে ৮টি গাড়ি ও ৪০ জন লেবার দারা শহরের বিভিন্ন এলাকা থেকে কোরবানির ময়লা অপসারন করা হয়।ময়লা অপসারন কমিটির আহবায়ক কাউন্সিলর মনবির রায় মঞ্জু জানান, সকাল থেকে রাত পযন্ত লেবারদের নিয়ে কাজ করায় শহরের কোনো জায়গা ময়লা আর্বজনার সৃষ্টি হয়নি। তিনি আরো জানান লেবাররা কোরবানির মাংস সংগ্রহ করতে না পারায় তাদের জন্য মেয়রে এর উদ্যোগে বুধবার ১৪ সেপ্টেম্বর একটি গরু জবাই করে তাদের মাঝে মাংস বিতরণ করা হয়। পৌরসভার নাগরিক মোঃ শামিম আহমদ জানান, এই প্রথম মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান একটি নতুন উদ্যেগ নেয়ায় শহরের কোথাও কোরবানির ময়লা আর্বজনা দেখা যায়নি।
মন্তব্য করুন