ক্রূশ বহন করে শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে পদযাত্রা
স্টাফ রিপোর্টার ॥ যীশু খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থান খ্রীষ্টবিশ্বাসীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা খ্রীষ্টবিশ্বাসের একটি শক্তিশালী ও অত্যন্ত গুরুত্বর্পূণ স্তম্ভ। আসছে ১৪ এপ্রিল শুত্রুবার যীশু খ্রীষ্টের মৃত্যুরদিন, আর সেই দিনটিতে খ্রীষ্ট ভক্তরা যীশুর কষ্টের কথা স্মরণ করে বিভিন্নভাবে প্রায়িশ্চত্তকালীন অনুধ্যান করে থাকেন।তারই ধারাবাহিকতায়আজ ৮ই এপ্রিল শ্রীমঙ্গল থেকে সকাল ৭ ঘটিকার সময় ক্রূশ কাধেঁ নিয়ে সিলেটের উদ্দেশ্যে পায়ে হেটেঁ যাত্রা শুরু করেন তিনজন ভক্ত। ক্রূশের উপর লেখাতাদের মূল বচন ছিল- যোহন ১৪: ৬ পদ–আমিই পথ ও সত্য ও জীবন। শ্রীমঙ্গল থেকে সিলেটের দুরত্ব প্রায় ৮০ কিলোমিটার।এর মধ্যে তারা বিকাল ৩ঘটিকায় ২০কিলোমিটার পাড়ি দিয়ে মৌলভীবাজার এসে পৌছেছেন। কিন্ত এর মাঝে কারোমধ্যে তেমন ক্লান্তির ছাপ দেখা যায়নি। গাড়ী চলাচলকারী মোটা রাস্তা,বাজারঘাটের মাঝ দিয়ে, প্রখর রোদ ও ভ্যাপসা গরেমর মাঝেও পথ চলায় কারোমেন কোন কষ্টই হয়িন। এই তিন খ্রীষ্ট ভক্তেদর অসাধারণ অংশগ্রহণ ও কষ্ট স্বীকার দেখ মনে হয় যে মানুষ তারা স্রষ্টাকে ভালবাসা দেখানোর জন্য আকুল আগ্রহ প্রকাশ করে থাকে। দুনিয়াতে অনাচারে ভরে গেলেও প্রায়িশ্চত্তকালীন অনুধ্যান করার প্রথা এখেনা হারিয়ে যায়িন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পাষ্টার সঞ্জয় বিশ্বাস ফুল ছড়া ব্যাথেল উড়িয়া চার্চ, স্বাধীন প্রচারক- মি: মৃণাল কান্তি বুসার্জি এবং প্রচারক—মি: রুমন অলমিকÍ চা¤পা রায় চা বাগান । তাদের সাথে আলাপ করে জানা যায়, ভবিষ্যতে তারাসিলেট থেকে ঢাকা,ঢাকা থেকে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা তাদের রয়েছে ।
মন্তব্য করুন